কেন দলে থাকেন না সেই প্রশ্ন ইমরুলেরও

দেলোয়ার হোসেন, দুবাই থেকেই
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৪

দুবাইয়ের ইন্টার কন্টিনেন্টাল হোটেলে থাকে বাংলাদেশ দল।দুপুরে হোটেল লবিতে তার সঙ্গে দেখা। আজ অনুশীলন নেই, ঘন্টা তিনেকের জন্য বাইরে যাচ্ছেন। ইমরুলকে লাঞ্চ করাতে নিয়ে যাচ্ছিলেন তার এক আত্মীয়। হোটেলে ফিরবেন পাঁচটায়। জানালেন, সন্ধ্যায় ঘুরতে বেরুবেন।

এমনিতে ইমরুল হাসিখুশি মানুষ। কিন্তু গতকাল এবং এমনকি আজও ইমরুলের সেই হাসিখুশি মুখ দেখা গেল না।গতকালের প্রেক্ষাপট না হয় ভিন্ন ছিল, কিন্তু আজ? গতকাল আবুধাবিতে জোহরের নামাজে ইমামতি করেছেন। তিন দিন টানা ম্যাচ খেলার পর দুই দিন জার্নির মধ্যে ছিলেন। সেই ক্লান্তির ছাপ তার চোখে মুখ স্পষ্ট ছিল গতকাল।

সেই ক্লান্তি এবং বিরুদ্ধ কন্ডিশনের মধ্যেও ব্যাট হাতে হাল ধরলেন। ব্যাট করতে হয়েছে ৬ নম্বরে, যে জায়গাটা তার খুবই অপরিচিত। প্রথমবার ৬ নন্বরে ব্যাট করতে নামার আগে নিশ্চিয়ই অরো চাপ জড়ো হয়েছিল ইমরুলের কাঁধে। তবে সব প্রতিকূলতাকে জয় করে ৭২ রানে ছিলেন অপরাজিত। আফগানিস্তানের বিপক্ষে জয়ে রেখেছেন বড় অবদান।

গত বছর অক্টোবরের প্রথম দিকে শেষ ওয়ানডে খেলেছেন। প্রায় এক বছর পর ডাক পেয়েছেন দলের কঠিন অবস্থার কারণে। ব্যাট করতে হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। তারপরেও সফল তিনি। ইমরুলের তো মন ভালো থাকার কথা। হাসিখুশি থাকার কথা।

কিন্তু আজও ইমরুলের মুড অফ! এই মুড অফের কারণ কি? বোঝা গেল তার কথাতেই,‘ আপনিই বলেন, দলে জায়গা না পাওয়ার মতো পারফরম্যান্স আমার ছিল? দলে আমি কেন ছিলাম না, সেটা ভেবে আমি নিজেই অবাক হই। ম্যানেজমেন্ট কি ভেবে আমাকে দলের বাইরে রাখেন আমি জানি না।’

তারমানে কি আপনার প্রতি বিচার করা হয়েছে? ‘আমি সেটা বলছি না। আমি মনে করি দলে থাকার মতো যথেষ্ট পারফরম্যান্স আমার ছিল।কিন্তু ম্যানেজমেন্ট হয়তো নতুনদের আগ্রাধিকার দিতে চেয়েছে।’

ওপেনার হয়েও ৬ নম্বরে ব্যাট করতে নামতে হয়েছে তাকে। গত পাঁচ দিনে শরীরের উপর অনেক ধকল গেছে।তার পরেও দারুণ ইনিংস এসেছে ব্যাট থেকে। কীভাবে সম্ভব হলো? ইমরুল বলেন,‘ হ্যাঁ, সহজ ছিল না। আমি নিয়মিত উপরে ব্যাট করি। কিন্তু দল যেভাবে চেয়েছে, সেভাবেই করেছি। একজন ওপেনারের জন্য ৬ নম্বরে ব্যাট করা সহজ নয়। তবে দলের প্রয়োজনে আমি সাধ্যমত চেষ্ট করেছি।’

সামনে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ।ওই ম্যাচে নিশ্চয়ই পছন্দের জায়গায় (ওপেনিংয়ে) দেখা যাবে আপনাকে? ‘ দেখেন, পছন্দ অপছন্দের ব্যাপার না। দল যা চাইবে সেভাবেই হবে।’ ইমরুলের কন্ঠে কি অভিমানের সুর? বোঝা গেল না।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :