ঢাকায় ভারতের বাণিজ্যমন্ত্রী

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৯

নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে পাঁচ দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ঢাকায় পৌঁছেছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু।  

সোমবার সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তি‌নি পৌঁছান। এ সময় তোফায়েল আহমেদ তা‌কে বিমানবন্দ‌রে স্বাগত জানান। 

সুরেশ প্রভুর এই সফরে বাংলা‌দেশ ও ভারতের ম‌ধ্যে ব্যবসা-বাণিজ্যিক সম্প‌র্কের অগ্রগতির নি‌য়ে আলোচনার কথা র‌য়ে‌ছে।

সফরসূ‌চি অনুযা‌য়ী আজ রা‌তে ভারতের বা‌ণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গেও বৈঠক কর‌বেন। 

তার এই সফ‌রে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার তোফায়েল আহমেদের সঙ্গে ভোলার স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করবেন। সেখানে তিনি সুধী সমাবেশে বক্তব্য রে‌খে সেদিনই ঢাকায় ফিরবেন। 

সফরসূ‌চি অনুযা‌য়ী ২৬ সেপ্টেম্বর দুই দেশের বাণিজ্যমন্ত্রী বৈঠকে বসবেন। একইদিনে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সঙ্গেও বৈঠক করবেন। 

২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক শে‌ষে একইদিনে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন ভার‌তের এই মন্ত্রী। 

পাঁচ দিনের সফর শে‌ষে ২৮ সেপ্টেম্বর সকালে ভার‌তের বা‌ণিজ্যমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন। 

(ঢাকাটাইমস/ ২৪সে‌প্টেম্বর/এনআই/ইএস)