সিংড়া পৌর বিএনপি সভাপতিকে বহিষ্কারে তৃণমূলের আল্টিমেটাম

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৩

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদের বহিষ্কার দাবিতে প্রতিবাদ সভা করেছে উপজেলা, পৌর বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন।

সোমবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত এই প্রতিবাদ সভায় দলীয় কর্মসূচি গতিশীল করার পাশাপাশি দাউদার মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কারের ৭২ ঘণ্টার আল্টিমেটামও দেয়া হয়। এসময় নেতাকর্মীরা বিএনপির পদ থেকে গণপদত্যাগেরও হুমকি দেন।

প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বলেন, ঢাকায় বসে বিএনপির কোন পকেট কমিটি হবে না। পেছন দরজার রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের কোন পদের লালসা নেই। প্রয়োজনে গণপদত্যাগ করব, তবু বিএনপি ছাড়ব না।

তারা আরও বলেন, আওয়ামী লীগ ঘেষা ও বিতর্কিত দাউদার মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে বহিষ্কার করতে হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন- সিংড়া থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মন্টু, সিনিয়র সহ-সভাপতি আলী আজগর খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইব্রাহীম খলিল ফটিক, বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ারুল আনু, শহর বিএনপির সাধারণ সম্পাদক তায়েজুল ইসলাম, থানা বিএনপির সহ-সভাপতি শাহাদত হোসেন, শারফুল ইসলাম বুলবুল, সাখাওয়াত হোসেন সাখা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাধু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বুলেট, দপ্তর সম্পাদক হারুর অর রশিদ, ছাত্রদল নেতা শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

সিংড়া থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মন্টু তার বক্তব্যে বলেন, বিতর্কিত দাউদার মাহমুদকে দিয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চিন্তা সিংড়া বিএনপি কখনও মেনে নেবে না। সিংড়া বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দাউদার মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে বহিষ্কার করে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

এর আগে ২০ সেপ্টেম্বর বিএনপির অন্য এক প্রতিবাদ সভায় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে প্রথমে অবাঞ্চিত ঘোষণা পরে তাকে সিংড়া বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহীত হয়।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :