এলাকার উন্নয়নে দরকার ঐক্য: দোলন

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৭

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরিফুর রহমান দোলন। বলেন, সবাই এক হলেই আরও উন্নয়ন সম্ভব।

মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে মেসার্স শাহজান এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কৃষক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য দোলন। এ সময় তিনি এই আহ্বান জানান।

একতার শক্তি ব্যাখ্যা করে কৃষক লীগ নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর তুলনায় বাঙালিদের অস্ত্র ছিল দুর্বল। কিন্তু বাঙালি ঐক্যবদ্ধ ছিল বলে সেদিন বাংলাদেশকে স্বাধীন করা সম্ভব হয়েছিল।’

আলফাডাঙ্গার কামারগ্রামের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, উপজেলা চত্বরে পাঁচশো আসনের একটি অডিটোরিয়াম, ‘বারাংকুলা বারাশিয়া নদীতে ব্রিজ, বিভিন্ন কাচা রাস্তা পাকাকরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন দোলন। বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই চেষ্টা তদবির করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এলাকায় এসব করতে সক্ষম হয়েছি।’

‘তেমনি আমরা যারা এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, তারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি ও আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আরও বেশি করে এলাকায় উন্নয়ন করা সম্ভব হবে।’

শেখ হাসিনার জন্য দোয়াও চান দোলন। বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আলফাডাঙ্গাকে ভালবাসেন বলেই তার কাছে কিছু চাইলে তিনি না করেন না। তিনি যেন ভাল থাকেন এবং আগামীতেও তিনি যেন প্রধানমন্ত্রী হতে পারেন।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, গোপালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, গোপালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, মেসার্স শাহজান এন্টারপ্রাইজের মালিক শাহজাহান সরদারসহ বাজারের ব্যবসায়ীরা।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি