সোয়া তিন কোটি টাকা ‘আত্মসাতে’ ব্যাংক হিসাবরক্ষক আটক

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৫

তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার ক্যাশিয়ার মাহমুদুল করীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে আটক দেখানো হয়েছে। সোমবার রাতে সদর থানা পুলিশের একটি টিম মাহমুদুল করীমের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সোমবার বিকালে অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে সদর থানায় একটি মামলা করেন।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান, ২০১২ সাল থেকে মাহমুদুল করীম অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখায় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময়ে তিনি ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন। থানায় এনে জিজ্ঞাসাবাদে তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। তবে আরো যাছাই-বাছাই করা হচ্ছে।

অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ জানান, ২০১২ সালের ২২ এপ্রিল মাহমুদুল করীম মেহেরপুর শাখার ক্যাশিয়ার হিসেবে যোগদান করেন। এখানে যোগদান করার পর থেকেই তিনি অত্যন্ত সুক্ষভাবে সিস্টেম করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

তবে আরো কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বিষয়টি জানার জন্য হেড অফিস থেকে একটি বিশেষজ্ঞ টিম মেহেরপুর শাখায় রওনা দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :