ভারতের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এশিয়া কাপে মঙ্গলবার ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৪৮ রান। ভারত ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। আর আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তাই দুই দলের জন্যই এটি নিয়মরক্ষার ম্যাচ।

ভারত এই ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রেখেছে। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জ্যাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালকে এই ম্যাচে একাদশে নেই। রোহিত শর্মার পরিবর্তে আজ অধিনায়কের দায়িত্ব পালন করছেন মহেন্দ্র সিং ধোনি। ৬৬৯ দিন পর আবার টিম ইন্ডিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করছেন ধোনি। ভারতীয় পেসার দীপক চাহারের আজ ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জাভেদ আহমদি, রহমত শাহ, আসঘার আফগান (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, রশীদ খান, গুলবদিন নাইব, মুজিব উর রহমান, আফতাব আলম।

ভারত একাদশ: লোকেশ রাহুল, আম্বাতি রায়ডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), মনিশ পান্ডে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, সিদ্ধার্থ কাউল, কুলদীপ যাদব, খলিল আহমেদ।

(ঢাকাটাইমস/২৫ সেপ্টেম্বর/এসইউএল)