বিএনপিপন্থী শতাধিক আইনজীবীর আগাম জামিন

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪

‌নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া বি‌ভিন্ন মামলায় বিএনপি সমর্থিত শতাধিক আইনজীবীকে আগাম জামিন দি‌য়ে‌ছেন হাইকোর্ট। 

পৃথক পৃথক মোট ৫৩টি জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আদেনের পক্ষে শুনানি করেন জেষ্ঠ্য আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকে মো. মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপেক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন। 

আদালতের এ আদেশের ফলে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুর রেজাক খান, সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আক্তার ওয়াহিদা, অ্যাডভোকেট সানাউল্লাহ্ মিয়াসহ বিএনপিপন্থী প্রায় শতাধিক আইনজীবী অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। 

আদালত তার আদেশে বলেছেন, মামলাগুলোয় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত তাদের এ জামিন মঞ্জুর করা হলো।

মাসুদ রানা সাংবা‌দিক‌দের বলেন, চল‌তি মা‌সের ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানসহ বেশ কিছু অভিযোগে মামলা ক‌রে পু‌লিশ। এসব মামলায় নাম আসা বিএনপি সমর্থিত আইনজীবীরা হাইকোর্টে জামিন আবেদন করেন। আজ আদালত সে সব আবেদনের শুনানি নিয়ে সেসব আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া গায়েবি মামলাগুলোয় আগাম জামিন দি‌য়ে‌ছেন।

ঢাকাটাইমস/২৫‌সে‌প্টেম্বর/এমএবি/ইএস