এমএসআই’র প্রফেশনাল ল্যাপটপ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৪

প্রফেশনাল ল্যাপটপ আনলো এমএসআই। মডেল পিএস৪২। এটি প্রফেশনাল ল্যাপটপ। লাখ টাকা দামের এই ল্যাপটপটিতে হাই-রেজুলেশনের গ্রাফিক্স কার্ড এবং দ্রুতগতির র‌্যাম ব্যবহার করা হয়েছে। ফলে এটি দিয়ে গেমস খেলার পাশাপাশি গ্রাফিক্স এবং ভিডিও এডিটিংয়ের কাজ করা যাবে।

হালকা ও পাতলা এই ল্যাপটপে রয়েছে অষ্টম জেনারেশনের ইনটেল প্রসেসর। সঙ্গে রয়েছে এনভিডিয়া জিওফোর্স এমএক্স ১৫০। ফলে এটি দিয়ে উন্নত গ্রাফিক্সের কাজ করা যাবে।

১৬ জিবি র‌্যামের এই ল্যাপটপে আছে ইনটেল কোর আই সেভেন প্রসেসর। এতে ৫১২ জিবি এসএসডি রয়েছে।

ল্যাপটপটির ওজন ১.১ কিলোগ্রাম। এর ফ্রেম ১৫.৯ মিমি পাতলা ফ্রেম। যা ট্রাভেলারদের জন্য এই ল্যাপটপকে আদর্শ পছন্দ করে তুলবে।

এতে রয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের দুই পাশে আছে সরু বেজেল। এই ল্যাপটপে স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশ। এমএসআই ট্রু কালার ২.০ টেকনোলজির মাধ্যমে এই ডিসপ্লের তে সঠিক রঙ দেখা যাবে।

ল্যাপটপটিতে সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে। এজন্য ব্যবহৃত হয়েছে নামিক থ্রি অডিও ইঞ্জিন।

এক চার্জে এটি ১০ ঘণ্টা ব্যাকআপ দেবে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :