ভারতের ‘খেলরত্ন’ পুরস্কার পেলেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২১ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৩

ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মাননা রাজীব গান্ধী ‘খেলরত্ন’ পুরস্কার পেলেন বিরাট কোহলি। মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে এ সম্মান গ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

২০১৬ সালে একবার এই পুরস্কারের জন্য মনোনিত হয়েছিলেন কোহলি। কিন্তু সেবার পুরস্কার উঠেনি তার হাতে। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য অবশেষে ২০১৮ সালে পেলেন সেই সম্মান।

‘খেলরত্ন’ পুরস্কার প্রতি বছর আগস্টের ২৫ তারিখে দেয়া হয়। কিন্তু গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসের জন্য এ বছরের পুরস্কার প্রদানের তারিখ পিছিয়ে দেয়া হয়। ২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার কোহলি সঙ্গে এই পুরস্কার পেয়েছেন ভারতের নারী ভারোত্তলক মীরাবাই চানুর।

প্রসঙ্গত, তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ‘খেলারত্ন’ পুরস্কার পেলেন ২৯ বছর বয়সী বিরাট কোহলি। এর আগে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার এবং ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে খ্যাত মহেন্দ্র সিং ধোনি এই সম্মান পেয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :