রূপগঞ্জে বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে আবারো বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৪২ জনকে নামীয় ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার সকালে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ আহাম্মেদ মামলাটি করেন।

গ্রেপ্তাররা হলেন- ভাওয়ালীয়াপাড়া এলাকার সাইফুল ইসলাম ও উপজেলার চনপাড়া এলাকার কুতুব উদ্দিন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ আহমেদ জানান, গত সোমবার বিকালে উপজেলার বড়ালু পাড়াগাওঁ এলাকায় কিছু লোক নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। বুধবার সকালে সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন, মোজাম্মেল, শাহ-আলম পাপ্পু, আজগর আলী, জাকির হোসেন, আজিম, খায়রুলসহ ৪২ জনকে নামীয় ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ আহমেদ বাদী হয়ে মামলা করেন। এ মামলায় সাইফুল ইসলাম ও কুতুব উদ্দিন নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, গ্রেপ্তার আতঙ্কে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, গত দুই মাসে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাতটি নাশকতার পরিকল্পনা মামলা করা হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :