১৮ লাখ টাকার বাইক জিতলেন দুবাই প্রবাসী

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ডিউটি ফ্রি র‍্যাফল ড্র’তে পাকিস্তানি এক নাগরিক ১০ লাখ ডলার জিতেছেন। মঙ্গলবার এই ড্র অনুষ্ঠিত হয়। একই র‍্যাফল ড্র’তে বাংলাদেশি এক প্রবাসী বিএমডব্লিউ'র একটি বাইক জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় বিএমডব্লিউ কোম্পানির এই বাইকটির মূল্য ১৮ লাখ টাকার বেশি।

খালিজ টাইমস জানাচ্ছে, নোমান আরিফ(৩২) নামে পেশোয়ারের এক ব্যবসায়ী এই প্রথম র‍্যাফল টিকিট কেটে জয়ী হয়েছেন। আরিফ একজন বাইক লিজিং কোম্পানির মালিক।

১৯৯৯ সালে এই লটারি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬ জন পাকিস্তানি নাগরিক ১০ লাখ ডলারের পুরস্কার জিতেছেন।

লটারি জেতার পর আরিফ জানান, দুবাই ডিউটি ফ্রি-কে ধন্যবাদ জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা ও ডলার মিলিয়নিয়ার হতে সাহায্য করার জন্য।

একই দিনে র‍্যাফল ড্রতে আরও দুজন বিলাববহুল গাড়ি পুরস্কার হিসেবে জিতেছেন। নাইজেরিয়ার বংশোদ্ভূত অস্ট্রলিয়ার নাগরিক অ্যান্থনি চিজিওকে(৫১) ম্যাকলারেন ৪৭০এস স্পাইডার নামে একটি গাড়ি এবং বাংলাদেশি প্রবাসী হাফিজ উল্লাহ জিতেছেন বিএমডব্লিউউ আর ১২০০ আর মডেলের একটি মোটরবাইক।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসআই)