গোপালগঞ্জে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৭

গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত ৪৪ কিলোমিটার রেলপথ সম্পন্ন হয়েছে। বুধবার এ রেললাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে।

বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক খন্দকার শহীদুল ইসলামসহ রেল কর্মকর্তারা কাশিয়ানী থেকে রেলে চড়ে দুপুর ১টার দিকে গোপালগঞ্জ স্টেশনে এসে পৌঁছান। এসময় তারা বিভিন্ন স্থানে থেমে থেমে এ রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী কিনা তা পরীক্ষা করে দেখেন। ১২৫৮ কোটি টাকা ব্যয়ে কাশিয়ানী-গোপালগঞ্জ-গোবরা পর্যন্ত ৪৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়। এর ফলে জেলার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করছে গোপালগঞ্জবাসী।

নিম্নাঞ্চল হিসেবে খ্যাত গোপালগঞ্জ জেলা সদরে রেললাইন নির্মাণ হওয়ায় গোপালগঞ্জবাসী খুবই আনন্দিত। তারা এখন অল্প খরচে এবং নিরাপদ ভ্রমণ করতে পারবেন, যেতে পারবেন দেশের বিভিন্ন স্থানে। রেললাইনের উদ্বোধনের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলাবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক খন্দকার শহীদুল ইসলাম বলেন, এ রেললাইন দিয়ে রেল চলাচলের উপযোগী হয়েছে। আগামী মাসের যে কোন সময় এটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :