দুজনে মিলে ১৫৯, বাকিরা ৭১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৭ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮

এশিয়া কাপে প্রতিটি ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো হচ্ছে। শুরুতেই বড়সড় ধাক্কা খাচ্ছে দল। পরে মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় মোটামুটি স্কোর পাচ্ছে দল। আজও তার ব্যতিক্রম ঘটেনি। বুধবার এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩৯ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ।

২৩৯ রানের মধ্যে মুশফিকুর রহিমের ব্যক্তিগত সংগ্রহ ৯৯। মোহাম্মদ মিথুনের ব্যক্তিগত সংগ্রহ ৬০ রান। অর্থাৎ, দুজনে মিলে করেছেন ১৫৯ রান। বাকিরা সবাই মিলে করেছেন ৭১ রান। আর নয় রান এসেছে অতিরিক্ত খাত থেকে। ব্যাটিংয়ে নেমে এদিন দলীয় ১২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন।

গত ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষেও দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। ওই ম্যাচে ১৪৪ রান করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু আজ এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত থাকেন বাংলাদেশের অন্যতম এই সেরা ব্যাটসম্যান।

মুশফিকুর রহিম ওয়ানডেতে আজ তার ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরি করলেন। আর মোহাম্মদ মিথুন ওয়ানডেতে আজ তার দ্বিতীয় হাফ সেঞ্চুরিটি করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ আজ করেছেন ২৫ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে জুনায়েদ খান নয় ওভার বল করে ১৯ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। অন্যদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ২টি, হাসান আলী ২টি ও শাদব খান ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :