বশেমুরবিপ্রবিতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৬

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার দুপুরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এম এ সাত্তার, মানবিক অনুষদের ডিন মো. আশিকুজ্জামান ভূঁইয়া, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মুহাম্মদ রবিউল্লাহ, প্রভাষক নুসরাত শারমিন, মাসুমা পারভীন, ড. হাসিবুর রহমান, এইচ.এম. আনিসুজ্জামান, এমদাদুল হক বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, আত্মহত্যা প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/পিএম/এলএ)