৯৪ রানে পাঁচ উইকেট নেই পাকিস্তানের

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দলীয় ৯৪ রানে পঞ্চম উইকেটের পতন ঘটল পাকিস্তানের। ইনিংসের ২৬তম ওভারে সৌম্য সরকারের বাউন্সার ডেলিভারিতে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হলেন শাদব খান। এর আগে মাশরাফি বিন মুর্তজার উড়ন্ত ক্যাচে সাজঘরে ফিরেন ‘ভয়ঙ্কর’ হতে থাকা শোয়েব মালিক।

রুবেল হোসেনের করা ইনিংসের ২১তম ওভারের প্রথম বলটি মিডউইকেট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন শোয়েব মালিক। কিন্তু সেটি পারেননি। শর্ট মিডউইকেটে দাঁড়িয়ে থাকা মাশরাফি বিন মুর্তজা বাতাসে শরীর ভাসিয়ে দিয়ে ক্যাচটি লুফে নেন।

এই উইকেটটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ দলীয় ১৮ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর ইমাম-উল-হক ও শোয়েব মালিক ৬৭ রানের পার্টনারশিপ গড়েন। মালিকের ব্যক্তিগত সংগ্রহ ৩০ রান।

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৪০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৯ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান।

এর আগে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার ফখর জামানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন এই ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে বল করতে এসেই উইকেট শিকার করেন ‘কাটার মাস্টার’। ওভারের দ্বিতীয় বলে বাবর আজমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে সরফরাজ আহমেদকে ফেরান মোস্তাফিজুর রহমান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। 

এদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৯৯ রান করে ফিরে যান সাজঘরে। ওয়ানডেতে এটি তার ৩০তম হাফ সেঞ্চুরি। ৬০ রান করেন মোহাম্মদ মিথুন। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় অর্ধশত। অন্যদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৫ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে জুনায়েদ খান নয় ওভার বল করে ১৯ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। অন্যদের মরেধ্য শাহীন শাহ আফ্রিদি ২টি, হাসান আলী ২টি ও শাদব খান ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)