মেয়র লিটন দায়িত্ব নেবেন ৭ অক্টোবর

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০১

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আগামী সাত অক্টোবর দায়িত্ব নেবেন। খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে রাজশাহী ফিরে  মেয়র লিটন নিজেই এ কথা জানিয়েছেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে ট্রেনযোগে তিনি রাজশাহী ফেরেন। এ সময় স্টেশনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে লিটন বলেন, আগামী সাত অক্টোবর আমার দায়িত্বগ্রহণ করার তারিখ নির্ধারিত হয়েছে। সেদিনই আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব।

মেয়র বলেন, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও খুলনার মেয়র আসবেন। দায়িত্ব নেয়ার পর পুরো শহরকে আবার ঢেলে সাজানোর কাজ শুরু করব। রাজশাহীকে দেশের সেরা শহরে পরিণত করতে চাই।

গত ৩০ জুলাই রাজশাহী সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। গত পাঁচ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান।

আগামী ৭ অক্টোবর লিটন দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/আরআর/ওআর)