তামিমের ভাঙা আঙুলে এশিয়া কাপ জিতেছেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৯ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৩

এশিয়া কাপের ফাইনার ম্যাচ এখনো অনুষ্ঠিত হয়নি। শুক্রবার ফাইনাল ম্যাচে কী হবে সেটি পরের কথা। কিন্তু বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে তামিম যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছিল তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘তামিম ও সাকিব খেলছে না। সাকিব একটু পরে গেলেও আমরা তামিমকে শুরু থেকেই হারিয়েছি। আমরা গ্রুপ পর্বে আফগানিস্তান ও সুপার ফোরে ভারতের বিপক্ষে হেরেছি। কিন্তু পরবর্তীতে ছেলেরা অসাধারণ খেলেছে। টুর্নামেন্টে আর একটি ম্যাচ বাকি। দেখা যাক কী হয়।’

তিনি আরো বলেন, ‘সতিক্যার অর্থে তামিম যখন ব্রোকেন ফিঙ্গার নিয়ে মাঠে নামে তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি। ভারত শক্তিশালী দল। কিন্তু ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। বোলিংয়ে একটি ভালো স্পেল ও ব্যাটিংয়ে ভালো পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

টাইগার অধিনায়ক বলেন, ‘এখন শারীরিকভাবে রিকভারি করা সম্ভন না। গতকাল ম্যাচ খেললাম। আগামীকালও খেলতে। এখন প্রয়োজন মানসিকভাবে দৃঢ় থাকা। আমরা যদি আগে ব্যাট করি তাহলে ২৬০-২৭০ রান যদি করতে পারি তাহলে মনে ফাইট করতে পারব। আর যদি আগে বল করি তাহলে চেষ্টা করব ওদের যতো কম রানে আটকে দেয়া যায়।’

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয় শুরু হয় এশিয়া কাপের ১৪তম আসর। ওই ম্যাচে টাইগার ওপেনার তামিম ইকবাল শুরুতেই হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তার হাতে ব্যান্ডেজ করে দেন। কিন্তু তারপরও সবাইকে অবাক করে দিয়ে তিনি শেষ উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে মাঠে নেমে পড়েন। মাঠে নেমে এক হাত দিয়ে ব্যাট করেন তামিম ইকবাল। এই ম্যাচে ১৩৭ রানে জয় পায় বাংলাদেশ। এক ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন তামিম ইকবাল। এরপর সাকিব আল হাসানও ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে এসেছেন। তিনি খেলেছেন চারটি ম্যাচ।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :