প্রধানমন্ত্রীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘হাসিনা’র ট্রেইলার

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৭ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩২

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র। এতে হাসিনার জীবনী এবং ৭৫ এর বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট ও সেসময় শেখ হাসিনার অবস্থানসহ তার রাজনৈতিক জীবনের বিভিন্ন অর্জন ও সংকটময় মুহূর্তগুলো তুলে ধরা হবে।

বৃহস্পতিবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে ‘হাসিনা-একটি মেয়ের গল্প’ নামের প্রামাণ্যচিত্রটির ট্রেইলার প্রকাশ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রযোজিত চলচ্চিত্রটি ৭০ মিনিটের। দীর্ঘ পাঁচ বছরের চেষ্টা করে এই চলচ্চিত্রের বাস্তব রূপ দিয়েছেন সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলু।

জানা গেছে, প্রামান্যচিত্রটিতে ‘হাসিনা’কে দেখা যাবে কখনও বঙ্গবন্ধুর মেয়ে বা কারও বোন, কখনও একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর উর্ধ্বে তার ব্যক্তিসত্তাকে।

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :