বিনা ‍উইকেটে ১০০ ছাড়িয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩

লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। বিনা উইকেটে দলীয় শতরান পেরিয়েছে টাইগাররা। ওয়ানডেতে ২০১৬ সালের ডিসেম্বরের পর এই প্রথম ওপেনিংয়ে শতরান করল বাংলাদেশ। লিটন দাস ইতোমধ্যে তার ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন। ৩৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশত পূরণ করেন লিটন দাস।

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে বিনা উইকেটে ১১৬ রান।

এবারের এশিয়া কাপে শুরু থেকেই বাংলাদেশের ওপেনিং জুটি হতাশ করেছে। কিন্তু আজ লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে দুর্দান্ত সূচনা করেছেন। বিনা উইকেটে দলীয় অর্ধশত পূর্ণ হয়েছে। লিটন দাস ঝড়োয়া ব্যাট করছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

এশিয়া কাপে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে ও দলীয় এক রানে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে। এরপর আফগানিস্তানের বিপক্ষে দলীয় ১৫ রানে বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙেছিল। সুপার ফোর পর্বের ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙেছিল দলীয় ১৫ রানে।

তারপর আফগানিস্তানের বিপক্ষে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারিয়েছিল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। দলীয় পাঁচ রানে ওপেনিং জুটি ভেঙেছিল বাংলাদেশের।

দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুমিনুল হকের পরিবর্তে একাদশে ঢুকেছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। সাকিব আল হাসান ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না। এর আগে পাকিস্তানের বিপক্ষেও তিনি খেলেননি। একাদশে নাজমুল ইসলাম অপুর সংযোজন নিশ্চয়ই দলের বোলিং লাইন আপ শক্তিশালী করবে।

বাংলাদেশ এবার তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলছে। এর আগে ২০১২ ও ২০১৬ সালের আসরে বাংলাদেশ ফাইনালে খেলেছিল। কিন্তু দুইবারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। বাংলাদেশকে।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :