আমরা হৃদয় দিয়ে খেলেছি: মাশরাফি

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আবারও স্বপ্নভঙ্গের বেদনা। তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারল না বাংলাদেশ। শুক্রবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে শেষ বলে গিয়ে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ।

এদিন ম্যাচ শেষে মাশরাফি ব্নি মুর্তজা বলেন, ‘আমরা আমাদের হৃদয় দিয়ে খেলেছি। আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি। কিন্তু আমরা ব্যাটে ও বলে কিছু ভুল করেছি। আপনি যদি আমাদের বোলিং দেখেন তাহলে দেখবেন আমরা ২৪০ এর মতো রান করে জিতেছি। এটাই ব্যাটসম্যানদের কাছ চেয়েছিলাম। আমাদের বোলাররা অসাধারণ বল করেছে। ভারত যেভাবে ব্যাট করছিল তাকে ৪৯তম ওভারে মোস্তাফিজকেই দরকার ছিল। কারণ তারা প্রতি বলে রান নিচ্ছিল। তাই ওই সময় স্পিন বোলার ব্যবহার করিনি।’

এদিন প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ২২২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। পরে ভারত ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয়। এশিয়া কাপে ভারত এবার সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলল। ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/এসইউএল)