বাংলাদেশকে ‘টুপি খোলা সম্মান’ শেবাগ-লক্ষ্মণদের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৬

আবারও এশীয় সেরা হওয়ার মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হলো বাংলাদেশকে। আবারও একটি ফাইনাল। আবারও স্বপ্নভঙ্গ। প্রতিপক্ষ সেই ভারত। নানা সমীকরণ আর চোটের সঙ্গে যুদ্ধ করে শেষ মুহূর্তে তীরে এসে তরী ডুবলো মাশরাফির বাংলাদেশের। শুক্রবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে শেষ বলে গিয়ে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ।

পুরো টুর্নামেন্টে ছন্দে থাকা ভারতকে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়েছে। বাংলাদেশের এমন দুর্দান্ত লড়াইয়ে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। টাইগারদের জন্য শুভকামনা জানিয়ে বাংলাদেশকে ‘টুপি খোলা সম্মান’ জানিয়েছেন বীরেন্দ শেবাগ লক্ষ্মণদের ভারতীয় মত বড় বড় তারকারা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ শেবাগ লিখেছেন,‘এত কাছে তবু কতটা দূরে। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারদের ছাড়াও এমন উজ্জীবিত ম্যাচ উপহার দেওয়ায় বাংলাদেশকে প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি। এ জয়ের পরও ভারতের উন্নতির অনেক জায়গা আছে। আমি আশাবাদী তারা আরও ভালো করবে।’

আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতকে অভিনন্দন! সাকিব ও তামিমকে হারানোর সত্ত্বেও, তাদের বিস্ময়কর লড়াই ও মনোভাবের জন্য বাংলাদেশকে ও টুপি খোলা সম্মান। কেদার যাদভকেও কীর্তির জন্য সম্মান জানাতে হয়।’

সাবেক ভারতীয় তারকা মোহাম্মদ কাইফও লিখেছেন, ‘ভারতকে অভিনন্দন এশিয়া কাপ জেতায়। বোলাররা পুরো টুর্নামেন্টেই ভালো করেছে। আর তার কারণেই আমরা এশিয়া কাপ জিততে পেরেছি। তবে সত্যি দুর্দান্ত প্রচেষ্টা উপহার দিয়েছে বাংলাদেশ এবং ম্যাচটিকে এত গভীরে নিয়ে গেছে।’

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :