‘ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের ভয়ের কারণ নেই’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সর্বস্তরের সাংবাদিকরা আশঙ্কার কথা জানালেও এই আইনের ব্যাপারে অভয় দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেছেন, যারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করেন তাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘স্বাধীন সাংবাদিতার নামে যারা অপসাংবাদিকতা, মানুষের চরিত্র হরণ, দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদয়িতকার ওপর আঘাত করছে, তাদের দমন করার জন্যই এই আইন করা হয়েছে। যারা প্রকৃত সাংবাদিকতা করবেন তাদের ওপর এই আইন প্রয়োগ হবে না। যদি হয় তবে আমরা সাংবাদিক সমাজ এর প্রতিবাদ করব।’

জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে এবং এই কাজ অনেক দূর এগিয়েছে। নবম ওয়েজবোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াও অন্তর্ভুক্ত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগর সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা