নওগাঁয় ১১ ডাকাত আটক

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁয় চারটি মোটরসাইকেলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।  আটকরা ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সম্প্রতি নওগাঁয় একটি ডাকাতির ঘটনার সূত্র ধরে গোপন সংবাদে অভিযানে নামে সদর থানা পুলিশ। অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পালকুড়ি গ্রামের আলমগীর হোসেন পান্না, কাহালু উপজেলার দেওগ্রামের বুলবুল হোসেন ও শাহজাহানপুর উপজেলার কচুয়াদহ গ্রামের রুহুল আমিন, মাদারীপুরের শিবচর উপজেলার সাড়ে এগারো রশি গ্রামের রেনু খাঁ এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুইশাডাঙ্গা গ্রামের রাম চন্দ্র মজুমদারকে আটক করা হয়। 

এসময় চোরাই চারটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এসময় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের রাজন, আদমদিঘী উপজেলার সান্তাহার ইয়াদ কলোনির সুজন ও দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামের স্বপন ও নওগাঁ শহরের সুলতানপুর মহল্লার মনোয়ার হোসেন, একই মহল্লার নান্টু ও নওগাঁ সদর উপজেলার চকতাতারু দক্ষিণপাড়া মহল্লার স্বপন। আটক সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নতুন করে আরো একটি মামলা হবে বলে পুলিশ জানিয়েছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)