টঙ্গীতে পুলিশ-সাংবাদিক মতবিনিময়

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৫

‘মাদক ও সন্ত্রাসকে না বলি’ এই স্লোগানকে সামনে রেখে টঙ্গীতে পুলিশ ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা হয়েছে।

শনিবার বিকালে টঙ্গী থানা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন, পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক, গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাংবাদিক মাহবুবুল আলম, এস এম মনির উদ্দিন, আফজাল হোসেন, মো. পলাশ প্রধান, ইফতেখার রায়হান, অমল চন্দ্র ঘোষ, মৃণাল চৌধুরী সৈকত, নাঈমুল হাসান, লুৎফুজ্জামান লিটন, মো. আবু সালেহ মুসা, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, সুজন সারোয়ার, মো. লিটন মিয়া, জসীম উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই তিন ওসি বলেন, গাজীপুর মহানগরবাসীর নিরাপত্তা ও আইনগত সেবার মান বৃদ্ধি করতে মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠন করেছেন। এই অঞ্চলের প্রধান সমস্যা মাদক ও সন্ত্রাস। তাই জঙ্গিবাদ দমনসহ গাজীপুরে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে।

এসময় পুলিশের এই তিন কর্মকর্তা সব ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় সাংবাদিকরা সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/আইআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :