বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শ্যামল কারাগারে

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ঢাকাটাইমস

বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার অস্থায়ী জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ মামলার অপর ৬৫আসামির জামিন বহাল রয়েছে।

শ্যামল ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী। এর আগে ২০০৮ সালে এই আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা বিএনপি জানায়, ২০১৫ সালে শ্যামলসহ ৬৬নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়ার এই মামলাটি হয়। মামলায় আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন।

শ্যামল আদালতে হাজির হবেন বলে রবিবার সকাল থেকে আদালতে পুলিশ অবস্থান নেয়।  

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)