একাত্তরের কর্মীকে পিষে মারার ঘটনায় বাসচালক রিমান্ডে

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৭

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীর জাহাঙ্গীর গেটে বাসচাপায় একাত্তর টেলিভিশনের বিপণন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন (৪০) নিহতের ঘটনায় বাসচালক সুজন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই আশরাফুল আলম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালতকে কিছু বলার আছে কি না জানতে চান বিচারক। তখন সুজন মিয়া বলেন, আমার কিছু বলার নাই। আমি বাসটির ড্রাইভার। আর আমার গাড়ির নিচে চাপা পড়ে তিনি মারা গেছেন।

গত ২৯ সেপ্টেম্বর নিহত আনোয়ার জিগাতলার বাসা থেকে কর্মক্ষেত্র বারিধারার যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন। সকাল ১০টার দিকে জাহাঙ্গীর গেটের সামনের মোড় দিয়ে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন থেকে ভিআইপি পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়লে বাসের চাকা তার শরীরের ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।

ঘটনার সময় বাসচালক সুজনকে আটক করা হয়। জব্দ করা হয় বাসটি। ওই ঘটনায় নিহতের শ্যালক তৌফিক আহম্মেদ মামলাটি দায়ের করেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/আরজেড/জেবি)