মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, আহত ৫

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ০৮:৫১ | আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১১:০৬

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরের মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চ আব-এ জমজম-১ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।

রবিবার রাতে শহরের মোলহেড সংলগ্ন স্থানে মেঘনা মোহনায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায়  বাল্কহেডে থাকা আরোহীদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। পরে তারা সাঁতরে নদীতে থাকা অন্য নৌ-যানের মাধ্যমে কুলে উঠেন বলে মাঝি-মাল্লারা জানান।

চাঁদপুর বিআইডাব্লিউটিএর টিআই জহিরুল ইসলাম জানান, এমভি আব-এ-জমজম-১ লঞ্চটি হাইমচর উপজেলার চরভৈরবী থেকে ছেড়ে চাঁদপুর ঘাটে পৌঁছার আগে বাল্কহেডটিকে ধাক্কা দেয়। পরে লঞ্চটি বাল্কহেডটির উপরে উঠে যায়। এতে বাল্কহেডটি মেঘনা ও ডাকাতিয়ার মোহনায় তলিয়ে যায়।

লঞ্চের সুপার ভাইজার মো. বশির হোসেন জানান, দুর্ঘটনা হয়েছে সত্য। কিন্তু কেউ হতাহত হয়নি। বাল্কহেডে থাকা লোকজন উদ্ধার হয়েছে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/এলএ)