শাহজালালে সোনার বারসহ এসআই আটক

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ২১:১২ | আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ২২:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি স্বর্ণের বারসহ পুলিশের এক কর্মকর্তাকে (এসআই) আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযুক্ত এসআইয়ের নাম কামরুল ইসলাম। তিনি শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশে কর্মরত।

সোমবার সন্ধ্যার দিকে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ তাকে সোনার বারসহ আটক করে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের দ্বিতীয় তলার ৬ নম্বর গেট দিয়ে বের হচ্ছিলেন এসআই কামরুল ইসলাম। এসময় তাকে গেটে আটকান কাস্টমস কর্মকর্তারা এবং তার কাছে সোনার বার আছে বলে চ্যালেঞ্জ করেন। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে তিনটি সোনার বার বের করে দেন তিনি। প্রতিটি সোনার বারের ওজন ১০ তোলা করে। বিমানবন্দর থানার ওসি নূরে এ আজম মিয়া ঢাকাটাইমসকে বলেন, আমরা এমন একটি খবর পেয়েছি। তবে এখনো আমাদের কাছে কাউকে হস্তান্তর করা হয়নি।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এসএস/জেবি)