মাদকাসক্ত শিক্ষককে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ২১:৩৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা সেবনকালে বকুল মাস্টার নামে এক শিক্ষককে  আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষক টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে কর্মরত।

জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় দেওড়া এলাকা থেকে তাকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।  পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়।

এ বিষয়ে শিক্ষক বকুল মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি, বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসবো।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, শিক্ষক বকুল মাস্টারকে ইয়াবা সেবনকালে আটকের পর থানায় নিয়ে আসা হয়। পরে এলাকার মুরব্বি ও শিক্ষক প্রতিনিধিরা থানায় এসে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/আইআর/জেবি)