‘টেকসই জাতীয় উন্নয়নে দরকার সম্মিলিত উদ্যোগ’

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৮, ১৪:৫৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

‘সুখী সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস।

ফরিদপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় জেলা প্রশাসন দিবসটি আয়োজন করে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার আগে এক র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

তিনি বলেন, আমাদের জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। উৎপাদনশীলতা এটি দেশের টেকসই উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি।

‘টেকসই জাতীয় উন্নয়নের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। উৎপাদন বৃদ্ধি পেলে অর্থনীতি সবল হবে। অর্থনীতি শক্তিশালী হলে পরনির্ভরশীলতা কমে যাবে। আমরা কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। এতে দেশ দ্রুত উন্নত দেশে পরিণত হবে।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসলাম মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, পল্লী বিদ্যুতের জিএম রাম সংকর রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল মণ্ডল, চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর প্রমুখ।   

আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/ওআর)