সিরাজগঞ্জে জামায়াত নেতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৮, ১৫:২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ  জামায়াত নেতা ছিনতাইয়ের ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও জামায়াত নেতা আজাদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পলাতক জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি।

সোমবার গভীর রাতে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার বাদী ও উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার সাহা মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি জানান, পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকাসহ ৭৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার  করা হয়েছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন, উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৬), সোলাইমান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬), মৃত বাহাদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৬) ও একই গ্রামের গোলাম মওলার ছেলে খায়রুল ইসলাম (২৫), ও তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৫)।

সোমবার দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে নাশকতার ২০ মামলার আসামি ও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হাতকড়া পড়িয়ে থানায় আনার পথে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/ওআর)