ইবির সান্ধ্যকালীন কোর্স বাতিল

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৮, ২০:৪২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে চলমান সান্ধ্যকালীন কোর্স বাতিলের চূড়ান্ত সিন্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

জানা যায়, ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু হয়। পরে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগে এ কোর্স চালু হয়। চলতি বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১১৩তম একাডেমিক কাউন্সিলের এক সভায় কোর্সটি বন্ধ করার সিন্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ। সম্পূর্ণ সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে এ সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, ‘শিক্ষক সমিতির কাছে বিভিন্ন বিভাগের একশত শিক্ষক সান্ধ্যকালীন কোর্স চালু রাখার দাবি তুলে লিখিত অভিযোগ দিয়েছিল। বিষয়টি নিয়ে আমরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছি। তিনি সিন্ডিকেট সভায় বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, ‘সান্ধ্যকালীন কোর্স চালু থাকায় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন ব্যাচের ক্লাস নিতে এসে রেগুলার ব্যাচের ক্লাস নিত। কোর্স বন্ধের ফলে শিক্ষকরা ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে বেশী ঝুঁকবে। ফলে শেসনজট নিরসন করতে গিয়ে বিপরীত আকার ধারণ করতে পারে বলে অভিযোগ করেন তারা।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের বাতিল করার চূড়ান্ত সিন্ধান্ত গৃহীত হয়েছে। তবে চলমান ব্যাচের শিক্ষার্থীরা তাদের কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে শিক্ষার্থীরা যথাসময়ে শিক্ষা জীবন শেষ করে ক্যাম্পাস থেকে বের হতে পারবে।’

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিন্ধান্ত গৃহীত হয়। কোর্সটি বন্ধ হওয়ার ফলে রেগুলার ব্যাচের কার্যক্রম অধিকতর গুরুত্ব পাবে বলে আমি আশা করছি।’

ঢাকাটাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :