জামায়াত নেতা আলাউদ্দিন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২১

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ১৩:২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ জামায়াত নেতা  আলাউদ্দিন আল আজাদকে পুলিশের হাত থেকে ছিনতাইয়ের ঘটনায় গত দুইদিনে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২১জন হলেন, ঘাটিনার ওসমানের ছেলে নাজমুল হোসেন (২৮), পূর্বদেলুয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৫), কয়ড়া চর-পাড়া গ্রামের গঞ্জের আলী ফকিরের ছেলে মনোয়ার হোসেন (৫০), কয়ড়া কৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নজরুল ইসলাম (৩৫) সরাতলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মুনছুর রহমান (৪০) গগন উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৫), হাজী ওয়াহাব আলীর ছেলে রেজাউল (৪৫), দারোগ প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ (২৮), হাজী হাজরত আলীর ছেলে বাবলু (৪০), ইয়াকুব আলীর ছেলে ইউসুব আলী (২৮), কয়ড়া খামারবাড়ির জব্বার ফকিরের ছেলে মঞ্জু হোসেন (২৮), ভেংড়ী গ্রামের ছবুর আকন্দের ছেলে শাহিন আলম (২৫), হাজী মোজদার আলীর ছেলে শাহাদত (৩৮), মোন্নাফ আলীর ছেলে রবিউল করিম (২২), হাজী জালমাহমুদের ছেলে রেজাউল করিম (৪০), জহুরুল ইসলামের ছেলে রুহুল আমিন (২০), কয়ড়া চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৬), সোলাইমান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬), মৃত বাহাদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৬) ও একই গ্রামের গোলাম মওলার ছেলে খায়রুল ইসলাম (২৫) ও তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৫)।

তবে এ মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হলেও অন্যতম আসামি পলাতক জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদ ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ ২১ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদ ও সাইফুল ইসলাম খোকাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১অক্টোবর দুপুরে কয়ড়া চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে নাশকতার মামলায় আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার  করা হয়। তাকে হাতকড়া পড়িয়ে থানায় আনার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/ওআর