ঘাটাইলে এক মঞ্চে আ.লীগের সাত মনোনয়ন প্রত্যাশী

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ২০:১৫ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৮, ২০:১৪

দ্বিধা-বিভক্ত আওয়ামী লীগকে অবশেষে এক মঞ্চে দেখা গেল। বুধবার আওয়ামী লীগের সাত মনোনয়ন প্রত্যাশী জামায়াত-শিবির ও বিএনপির ষড়যন্ত্র ও সহিংসতার প্রতিবাদে এক মঞ্চে বক্তৃতা করলেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খানের (ভিপি শহীদ) উদ্যোগে এক জনসভার আয়োজন করেন। সভায় আওয়ামী লীগের সাত মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এস আকবর খান, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. নূরুল আলম তালুকদার, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. শহীদুল ইসলাম, সাবেক এমপি মতিউর রহমানের পুত্র তানভীর রহমান. তেজগাঁও সরকারি কলেজের অধ্যাপক ড. অধীর চন্দ্র সরকার এক মঞ্চে বক্তৃতা করেন।

বর্তমান এমপি আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় কারাবন্দি রয়েছেন। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহীদুল ইসলাম লেবু ও বর্তমান এমপি রানার সমর্থকদের মধ্যে চরম কোন্দল দেখা দেয়।

সর্বশেষ শহীদুল ইসলাম লেবু ও ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খানের মধ্যেও মতবিরোধ দেখা দেয়। গত ২৪ সেপ্টেম্বর মেয়র শহীদ ও আওয়ামী লীগের আরো সাত মনোনয়ন প্রত্যাশীকে বাদ দিয়ে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে একটি সমাবেশ করেন শহীদুল ইসলাম লেবু। এতে মেয়র, দলীয় নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশীরা হতাশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তাকে সাথে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করব এমন প্রতিশ্রুতি মেয়র শহীদের আহবানে বুধবার ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে মনোনয়ন প্রত্যাশীরা এক মঞ্চে উপস্থিত হয়ে এক জনসভায় বক্তৃতা করেন।

বক্তারা বলেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের ১৫ বছর যাবৎ পূর্ণাঙ্গ কোন কমিটি নেই। শহিদুল ইসলাম লেবু উপজেলা আওয়ামী লীগের আহবায়ক পদটি ধরে রেখে তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

মেয়র শহীদুজ্জামান খানের (ভিপি শহীদ) সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- সাবেক মেয়র হাসান আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, মাসুদুর রহমান আজাদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :