চট্টগ্রামে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ২২:১৫

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, সকালে কেন্দ্রঘোষিত ৭ দফা দাবির বিষয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির একাংশ। সংগঠনের আরেকটি অংশ একই দাবিতে কর্মসূচি পালনের জন্য কাজীর দেউড়ি এলাকায় জড়ো হয়েছিল। সেখানে পুলিশের সাথে তাদের বিতণ্ডা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বিএনপির নেতাকর্মীরা কাজীর দেউড়ি এলাকায় জড়ো হয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে এসআই কালামসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)