ভগ্নিপতিকে ‘অপহরণে’ ঢাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ২২:৪৩

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বোনের স্বামীকে অপহরণ করে নিজের কক্ষে আটকে রাখার দায়ে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে থানায় সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিকালে ফজলুল হক মুসলিম হলের ২৪৫ নাম্বার কক্ষ থেকে অপহৃত আল আমিনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রশাসন অভিযুক্ত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক নূরে আলম চৌধুরী শাওন ও আল আমিনকে পুলিশে সোপর্দ করে।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, তালাকের টাকা পরিশোধ না করায় নূরে আলম তার বোনের স্বামী আল আমিনকে অপহরণ করে নিজের রুমে আটকে রাখেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনকে ওই কক্ষ থেকে উদ্ধার করে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, 'আমরা গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের বিষয়টি সম্পর্কে জানতে পারি। পরবর্তী সময়ে হল প্রশাসনের সাহায্যে তাদের আটক করি।’

তারা এখন কোথায় আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

মামলা না হলেও ঢাকাটাইমসকে শাহাবাগ থানার এক কর্মকর্তা নিশ্চিত করেন যে, তারা এখনো থানায় আছেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এনএইচএস/জেবি)