ডিজিটাল আইন সাংবাদিকদের বিরুদ্ধে নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
| আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ২০:১৯ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ১৯:০৪

অপরাধীদের আইনের আওতায় আনতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, ‘সেটা নিয়ে যে কথাবার্তা চলছে, স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা এইসব ব্যাহত হবে, এই কথাগুলো কিন্তু নিরর্থক। অপরাধীদের আইনের আওতায় না আনা হলে তারা এমন কাজ করতেই থাকবে, তাতে দেশ-সমাজ-ব্যক্তির ভাবমূর্তি নষ্ট হতেই থাকবে। সেটার জন্য এই আইন করা হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কেউ এই অপরাধ না করলে নিশ্চয়ই এই আইনের আওতায় আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আমিও বলছি এটা কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে আইন নয়। সাংবাদিকদের অধিকার খর্ব করা আইন নয়।’

আনিসুল হক বলেন, ‘এডিটর কাউন্সিল থেকে যে দাবিগুলো দেয়া হয়েছে, সেগুলো মন্ত্রিপরিষদে তুলবো। মন্ত্রিপরিষদ যে দিকনির্দেশনা দেবে সেটা নিয়ে আবারও আলোচনা হবে।’

জেলা ও দায়রা জজ আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি প্রমুখ।

এর আগে আইনমন্ত্রী দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এসএএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :