বিনিয়োগকারী সপ্তাহে বিএসইসির পাঁচ দিনের কর্মসূচি

প্রতি বছরের মতো এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী রবিবার ( ৭ অক্টোবর) থেকে শুরু হবে এ বছরের ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮’। এ উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএসইসি।
বৃহস্পতিবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহকে সামনে রেখে রাজধানীর আগারগাঁও সিকিউরিটিজ ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় কমিশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম ও ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন।
সাইফুর রহমান বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী ১১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
আগামী ৭ অক্টোবর বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এদিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশের (কেআইবি) অডিটরিয়ামে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর বিনিয়োগ শিক্ষার গুরুত্ব বিষয়ে কনফারেন্স অনুষ্ঠিত হবে।
সাইফুর রহমান বলেন, সবার সহযোগিতায় দেশে সফলভাবে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৮’ পালন করা সম্ভব হবে। এ উপলক্ষ্যে পুঁজিবাজার সম্পর্কে দেশবাসীসহ বিশ্ববাসীকে অবগত করা যাবে বলে আশা করেন তিনি।
ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টসে পরদিন ৮ অক্টোবর বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ক সেমিনার হবে। আর এর আয়োজন করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল)।
বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজন করবে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর ভূমিকা শীর্ষক সেমিনার। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে তা আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ‘ইনভেস্টর প্রটেকশন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ বিষয়ক সেমিনারের আয়োজন করেছে। ১০ অক্টোবর বিকাল ৩টায় চট্টগ্রামে সেমিনারটি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রটেকশন শীর্ষক সেমিনার হবে। আয়োজন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রির্সোসেস লিমিটেড।
বিনিয়োগকারী সপ্তাহের শেষ দিন ১১ অক্টোর সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১ এর অডিটোরিয়ামে প্রাইমারি মার্কেটে বিনিয়োগ ও বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা সভা হবে। আর তা আয়োজন করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। ওই দিন বিকাল ৪টায় সিকিউরিটিজ ভবনে এক অনুষ্ঠানির মাধ্যমে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৮ শেষ হবে।
(ঢাকাটাইমস/০৪অক্টোবর/আরএ/জেবি)
সংবাদটি শেয়ার করুন
পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত
পুঁজিবাজার এর সর্বশেষ

আর্থিক খাতের লভ্যাংশ সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার দাবি বিনিয়োগকারীদের

বেক্সিমকো সুকুকের মাধ্যমে সংগ্রহ করবে ৩ হাজার কোটি টাকা

বারাকা পতেঙ্গার কাট-অফ প্রাইস ৩২ টাকা

ফেব্রুয়ারিতে শীর্ষ ব্রোকার লংকাবাংলা

ব্লক মার্কেটে লেনদেন ১০ কোটি টাকা

লেনদেনের শীর্ষে বিএটিবিসি

দর বৃদ্ধির শীর্ষে পেনিনসুলা চিটাগাং

পক্ষকাল পর লেনদেন ছাড়াল আটশ কোটি

বুধবার স্পট মার্কেটে যাচ্ছে মাইডাস ফাইন্যান্স
