ইবিতে কোটা বহালের দাবিতে মোমবাতি প্রজ্জ্বালন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ২২:১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মোমবাতি প্রজ্জ্বালন করেছেন।

বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ক্যাম্পাসের বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য ‘মৃতুঞ্জয়ী মুজিব’-এর পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।

মুক্তিযোদ্ধা সন্তানদের দাবি, ‘ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ফলে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছি আমরা। গঠিত হয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। সেই রাষ্ট্রের মন্ত্রিসভা মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা ভুলে গেছে। গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বাতিলের সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের মধ্যদিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদের রক্তের সাথে প্রতারণা করা হবে। আমরা অবিলম্বে সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানাই।’

এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একই দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সন্তানরা।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :