চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ০৯:২৯ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৮, ০৮:৩৯

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি রেখেছে র‌্যাব।

শুক্রবার ভোররাত তিনটা থেকে জোরারগঞ্জের চিনকি আস্তানার কাছাকাছি ‘চৌধুরী ম্যানসন’ নামে একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৭।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ভোররাতে জোরারগঞ্জ এলাকায় অভিযানে যায় র‌্যাব। অভিযান শুরুর এক ঘণ্টা পর চারটার দিকে র‌্যাব সদস্যরা চারদিক ঘেরাও করে বাড়ির কাছাকাছি পৌঁছলে বাড়ির ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

এর কিছুক্ষণ পরে বাড়ির ভেতরে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এখন জঙ্গি আস্তান ঘিরে রেখেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বলেন, বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা আসার পর ওই আস্তানায় অভিযান পরিচালনা করা হবে।

আস্তানাটিতে তিন থেকে চার জন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করছে র‌্যাব। র‍্যাব যাদের জঙ্গি বলে সন্দেহ করছে তারা এ বাড়িতে সেপ্টেম্বরের ২৯ তারিখ থেকে অবস্থান করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে।

ঢাকাটাইমস/৫অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা