আখাউড়ায় স্বর্ণের বারসহ যুবক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৮, ১৮:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতে পাচারের সময় দুটি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার দুপুর সাড়ে ৩টায় আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী হীরাপুর ঈদগাহ মাঠের সামনে থেকে ফকিরমুড়া বিজিবি ক্যা¤েপর টহল জওয়ানরা তাকে আটক করে।

আটককৃত আরিফুল উপজেলার নুরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, আখাউড়া বাউতলা সীমান্ত পথে একটি স্বর্ণের চালান পাচার হবে- এমন খবরে সকাল থেকেই বিজিবি সদস্যরা আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহভাজন সাইকেল চালক এক যুবককে আটক করে। পরে তল্লাশি করে প্যান্টের পকেটে থেকে ২টি স্বর্ণের বার পাওয়া যায়।

ফকিরমুড়া বিজিবি ক্যা¤েপর সুবেদার আজিজুর রহমান যুগান্তরকে জানান, আখাউড়া সীমান্ত পথে এই প্রথমবার আটক ওই স্বর্ণপাচারকারী স্বীকার করেছেন ভারতে পাচার করার জন্য এই স্বর্ণ তাকে এক ব্যক্তি দিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। ঢাকাটাইমস/০৫অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :