বরিশালে লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৮, ১৭:১৬

ব্যুরো প্রধান, বরিশাল

বরিশালের বাবুগঞ্জের উত্তর রহমতপুরে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধা মারা গেছেন। নিহতের নাম অবলা রানী দাস (৭০)।

তিনি বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা এবং ধিরেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি আব্দুর রহমান মুকুল বলেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা অবলা রানী দাসের সঙ্গে বাড়িতে সুইপার পরিবার ভাড়া দেয়। এ নিয়ে পাশ্ববর্তী বাড়ির রোজিনা ও হেলেনার সঙ্গে তার বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে তারা অবলা রানীর মাথায় আঘাত করেন। এতে অবলা রানী মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই বিষয়ে নিহতের ছেলে তাপস বলেন, প্রতিবেশী রোজিনা, হেলেনা বেগম ও শিল্পির সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আদালতের মাধ্যেমে তারা তা মোকাবেলা করে রায় পেয়েছেন।

প্রতিবেশীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার স্ত্রী সবিতা রানীর সঙ্গে ঝগড়া করে। এর প্রতিবাদ করতে আমার মা অবলা রানী আসলে তাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে শাহজাহান ও আলী নামের আরও দুজন জড়িত রয়েছেন।

এয়ারপোর্ট থানা পুলিশের উপপরিদর্শক অরবিন্দু বিশ্বাস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/০৭অক্টোবর/টিটি/ওআর