অবৈধ বালু উত্তোলন: মির্জাপুরে ছয় ড্রেজার ধ্বংস

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৮, ২১:০৯

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন।

রবিবার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের লৌহজং নদীর মল্লিক মার্কেট ও নাগরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় নদী থেকে উত্তোলিত তিনটি ভিটিতে থাকা প্রায় সোয়া লাখ ঘন ফুট বালু জব্দ করা হয়।

জানা গেছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী বেশকিছু দিন ধরে লৌহজং নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন। এমন খবর জানতে পেরে দুপুরে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে লৌহজং নদীর মল্লিক মার্কেট ও নাগরপাড়া এলাকাসহ কয়েকটি স্থানে বসানো ছয়টি ড্রেজার মেশিন আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া ও পাইপও ধ্বংস করা হয়। এ সময় উত্তোলিত তিনটি ভিটিতে থাকা প্রায় সোয়া লাখ ঘনফুট বালু জব্দ করেন তিনি।

অভিযানকালে মির্জাপুর থানা পুলিশসহ ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাখাওয়াত হোসেন তার সঙ্গে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন বলেন, সরকারি স্বার্থ রক্ষায় প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালিত হয়ে থাকে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :