রাজবাড়ীতে গুলিতে ‘চরমপন্থী’ নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ০৯:৩৬

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন, যিনি চরমপন্থী দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

রবিবার রাত আটটার দিকে ইউনিয়নের সরিষা-প্রেমটিয়া হাইস্কুলের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব ওরফে মন্টু। আনুমানিক ৬০ বছর বয়সী মন্টুর বাড়ি সরিষা ইউনিয়নের পশ্চিম প্রেমটিয়া গ্রামে।

চরমপন্থী দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, রাত আটটার দিকে সরিষা প্রেমটিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মন্টু। সরিষা-প্রেমটিয়া হাইস্কুলের টিনশেড ঘরের পেছন দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার বুকে ও কানের মধ্যে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রাকিব খান ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী জিল্লুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। এছাড়া রাজবাড়ী থেকে ডিবি পুলিশের একটি দলও ঘটনাস্থলে যায়।

রাত সাড়ে নয়টার দিকে মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানায় নেয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঢাকাটাইমস/৮অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :