সাশ্রয়ী দামে মারুতি সুজুকির নতুন গাড়ি

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৮, ১০:১৫

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

নতুন গাড়ি আনলো মারুতি সুজুকি। এটি জনপ্রিয় ওয়াগনআর সিরিজের গাড়ি। এটি বেশ জনপ্রিয় সিরিজ। এই সিরিজে এবার এলো স্পেশাল এডিশনের ওয়াগনআর।

মারুতি সুজুকি ওয়াগনআর লিমিটেড এডিশানে মেকানিক্যাল কোন পরিবর্তন না হলেও বাইরে থেকে নতুন এই গাড়ি দেখতে অনেকটাই আলাদা। 

ওয়াগনআর গাড়িটিতে আছে ৯৯৮ সিসির থ্রি সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন। নতুন এডিশনে বডি গ্রাফিক্স অনেকাটাই উন্নত করা হয়েছে। 

এর কেবিনে যোগ হয়েছে নতুন অডিও সিস্টেম, মাঝের কনসোলে থাকছে উডেন ফিনিশ, নতুন পাওয়ার উইন্ডো সুইচ কনসোল আর নতুন সিট কভার। 

ভারতে এলএক্সআই, ভিএএক্সঅঅই এবং ভিএক্সআই প্লাস ভার্সনের দাম যথাক্রমে ৪.১৯ লাখ, ৪.৪৫ লাখ এবং ৪.৭৩ লাখ রুপি।
 
(ঢাকাটাইমস/৮অক্টোবর/এজেড)