‘কবি নজরুলকে চর্চা করতে হবে’

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ১৯:৫৬

কবি নজরুলকে ধারণ করতে, লালন করতে হলে তাকে নিয়ে চর্চা করতে হবে। কবির ভাবনাকে ধারণ করে তা বাস্তবায়নে কাজ করতে হবে। আর তা বাস্তবায়নের মধ্যদিয়ে মানব মনে সুন্দরের বোধন ঘটাতে হবে।

সোমবার কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএইচএম মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

আলোচনা সভায় নজরুল শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রশিদুন নবী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সুজিত সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি মাসুম মোকাররম প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ থেকে মোট ১২ জন শিক্ষার্থীকে সনদ ও চেক প্রদান করা হয়। বৃত্তি প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :