টঙ্গীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৮:৫৩ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ২২:১৯

গাজীপুরের টঙ্গীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।

সোমবার সকালে ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের সহধর্মীনী ফরিদা আহসান।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা নির্বাচন কর্মকর্তা মাসুদুল হক, ৪৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বজলুর রশিদ, নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মোল্লা প্রমুখ।

থানা নির্বাচন কর্মকর্তা মাসুদুল হক জানান, সোমবার থেকে নগরীর ৪৬নং ওয়ার্ড থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। টঙ্গীর প্রায় তিন লাখ আটষট্টি হাজার ভোটারদের মাঝে কার্ড বিতরণের আগে প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের সহযোগিতায় এলাকাবাসীদের মাইকিং করে জানানো হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারির আগে পর্যায়ক্রমে টঙ্গীর সকল ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

ঢাকাটাইমস/০৮অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :