ঝিনাইদহে শত্রুতার জেরে কলাগাছ কর্তন

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৮, ১৩:২০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের কালীগঞ্জে সাহেব আলী নামের এক কৃষকের ৭৮টি কলাগাছ কেটে  কর্তন করেছেন দুর্বৃত্তরা। সোমবার রাতে পৌরসভার বলিদাপাড়া গ্রামের মাঠে লাগানো গাছগুলো কেটে দেন তারা। এতে ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক।

কৃষক সাহেব আলী জানান, তিনি বলিদাপাড়া গ্রামের দুই বিঘা জমির এক পাশে  মাস তিনেক আগে ৯০টি কলাগাছ লাগান। ইতোমধ্যে কলাগাছগুলো অনেক বড়  হয়েছে। কয়েকদিন পর গাছে ফল ধরবে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার লাগানো ৭৮টি কলাগাছ কেটে দেন।

তার অভিযোগ, সোমবার দুপুরে বলিদাপাড়া গ্রামের আতাউর রহমানের ৮টি ছাগল তার কলাবাগানে প্রবেশ করে গাছ নষ্ট করে। এ সময় তিনটি ছাগল ধরে খোয়াড়ে দেন তিনি। এর জের ধরে তারাই হয়তো রাতে এই কলাগাছগুলো কেটে দিয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, কলা গাছ কাটা বিষয়ে কেউ কোনো অভিযোগ থানায় এখনো দেয়নি।

ঢাকাটাইমস/০৯অক্টোবর/প্রতিনিধি/ওআর