আসুসের গেমিং ফোন বিক্রির ঘোষণা

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ১১:১৯

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

অবশেষে আরওজি গেমিং ফোন বিক্রির ঘোষণা দিল আসুস। গত জুন তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্সে ফোনটি প্রদর্শন করা হয়। চার মাস পর ফোনটি বিক্রির ঘোষণা এল। জানা গেল এর দামও। দুইটি ভার্সনে এই আরওজি গেমিং ফোন পাওয়া যাবে। ১২৮ জিবি রমের ফোনের দাম ৮৯৯ ডলার। ১০৯৯ ডলারে পাওয়া যাবে ৫১২ জিবি র‌ম ভার্সনের ফোন। 

এছাড়াও এই ফোনের জন্য মোবাইল ডেস্কটপ ডক পাওয়া যাবে ২২৯.৯৯ ডলারে। আরওজি টুইনভিউ ডকের দাম ৩৯৯.৯৯ ডলার। এছাড়াও আরো কয়েকটি ডক বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

ফোনটি কেনার জন্য যুক্তরাষ্ট্রের গ্রাহকরা ১৮ অক্টোবর থেকে প্রি-অর্ডার দিতে পারবেন। 

ফোনটিতে আছে ৮ জিবি র‌্যাম, ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। 

ছবি তোলার জন্য ফোনটিতে ১২ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজন করা হয়েছে। 

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজেড)