তিন বছর পর ট্যাব আনলো গুগল

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ১১:৪৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

তিন বছর পর নতুন ট্যাব আনলো গুগল। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক ইভেন্টে ডিভাইস অবমুক্ত করা হয়। এর মডেল গুগল পিক্সেল স্লেট। এই ইভেন্টে গুগল পিক্সেল থ্রি এবং পিক্সেল থ্রি এক্সএল ফোন অবমুক্ত করেছে। 

পিক্সেল স্লেট মুলত একটি ডিটাচেবল কি-বোর্ড সমৃদ্ধ ট্যাব।  এটি ক্রোম অপারেটিং সিস্টেম চালিত। 

গুগল দাবি করছে তাদের নতুন এই ট্যাব এক চার্জে একটানা ১০ ঘণ্টা চলবে। এতে রয়েছে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার টাচস্ক্রিন স্মার্ট ডিসপ্লে। পিক্সেল স্লেটে পিক্সেল বুক পেন সাপোর্ট করবে। 

ট্যাবটি ক্রোম অপারেটিং সিস্টেম চালিত হলেও প্লে স্টোর থেকে অ্যানড্রয়েড অ্যাপ নামিয়ে এই ডিভাইসে ব্যবহার করা যাবে।

শুধুমাত্র মিডনাইট ব্লু রঙে পাওয়া যাবে পিক্সেল স্লেট। এর দাম ৫৯৯ মার্কিন ডলার।

এই ট্যাবলেটের সাথে মার্কিন দুনিয়ায় তিন মাসের ইউটিউব টিভি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এর সঙ্গে কি-বোর্ড কিনতে খরচ হবে অতিরিক্ত ১৯৯ মার্কিন ডলার। পিক্সেলবুক পেন কিনতে খরচ হবে অতিরিক্ত ৯৯ মার্কিন ডলার।

শুরুতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডায় বিক্রি শুরু হবে এই ডিভাইস।

গুগলের পিক্সেল স্লেটে রয়েছে ১২.৩ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ২৯৩ পিপিআই।

ট্যাবলেটটি তিনটি প্রসেসর ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলো- অষ্টম জেনারেশনের ইনটেল কোর এমথ্রি, কোর আই ফাইভ, কোর আই সেভেন প্রসেসর এবং সেলেরন প্রসেসর।

এর র‌্যাম ভার্সন ৪, ৮ এবং ১৬ জিবি। স্টোরেজ ৩২,৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি। 

ছবির জন্য ডিভাইসটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। 

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজেড)